শক বলতে আমরা কি বুঝি?
শক এমন একটি গুরুতর অবস্থা যখন শরীরের মধ্য দিয়ে রক্ত প্রবাহ হঠাৎ ড্রপ করে যায় । রক্ত সংবহন ব্যবস্থা শরীরের অত্যাবশ্যক অঙ্গগুলিতে পর্যাপ্ত পরিমান অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ প্রবাহ বজায় রাখতে ব্যর্থ হয়। ফলে রুগীর মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হতে পারে।মূলত এই সময় ব্লাড প্রেসারে ৯০/৬০ mmhg এর নিচে চলে যায়।

The main types of shock and cause | শক কয় প্রকার হয় এবং কারণ
শক মূলত পাঁচ প্রকার হয়ে থাকে .
১) কার্ডিয়োজেনিক শক :- হার্টের সমস্যার কারণে
২)হাইপোভোলেমিক শক :- শরীরে রক্তের পরিমান কমে গেলে
৩ ) এনাফায়ল্যাকটিক শক :- এলার্জিক রিঅ্যাকশন এর কারণে
৪ ) সেপটিক শক :- ইনফেকশন এর কারণে
৫) নিউরোজেনিক শক :- নারভাস সিস্টেম ক্ষতি হওয়ার কারণে